আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন’র অভিযান, হত্যামামলার ৬ আসামিসহ গ্রেপ্তার ৪১


রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যামামলার ৬ জন আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে এ অভিযান চালানো হয়। ৮-এপিবিএনের উদ্যোগে ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশ অভিযানে অংশ নেয়।

মো. ফারুক আহমেদ জানান, ৮ এপিবিএন এই বিশেষ অভিযানকে “অপারেশন রুট আউট” নামকরণ করেছে। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোনো অপরাধী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুষ্কৃতকারীদের নির্মূল করার লক্ষ্যে পরিচালিত এই অভিযান তদারকি করেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর। অভিযানে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশ অংশগ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর