আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনব কায়দায় সোনা পাচারকালে চট্টগ্রামে ধরা পড়লো ৩ ব্যক্তি


অনলাইন ডেস্কঃ কম্বলের ভেতরে মুড়িয়ে স্বর্ণ পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম হয়রত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে তিন যাত্রীর কাছ থেকে এক কেজির বেশি ওজনের স্বর্ণ জব্দ করেন তারা।

আরও পড়ুন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করছে বাজুস, আবার বাড়লো সোনার দর

জানা গেছে, কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলো গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি। তারা হলেন- কক্সবাজারের চকরিয়ার মোবারক আলী, সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ। তারা এই স্বর্ণ কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে সকাল পৌনে সাতটায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছিলেন ওই তিন যাত্রী। তাদের মধ্যে একজনের গতিবিধি দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। এ সময় তার লাগেজে থাকা কম্বলের ভেতর থেকে সোনা মেশানো একটুকরা কাপড় উদ্ধার করা হয়। পরে আরো দুই যাত্রীর লাগেজ পরীক্ষা করে সোনা মেশানো কাপড় পাওয়া যায়।

শাহ আমানত বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস কর্মকর্তা জানিয়েয়েছেন, ‘কম্বলের মধ্যে থাকা কাপড়ে আঠা দিয়ে সোনার গুড়া লাগানো ছিল। এই সোনা আলাদা করার জন্য একজন সনদপ্রাপ্ত স্বর্ণকারকে বিমানবন্দরে ডেকে আনা হয়। তিনি কাপড় পুড়িয়ে বিশেষ পদ্ধতিতে সোনা আলাদা করেন। এতে তার সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগে। সবশেষে তিনজন যাত্রীর কাছ থেকে কাপড়ে লুকানো ৯৯৫ গ্রাম সোনা জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২৯৭ গ্রাম ওজনের আরো ১৫টি সোনার চুড়ি জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা ১ হাজার ২৯২ গ্রাম ওজনের সোনা, যার বাজারমূল্য প্রায় এক কোটি চার লাখ টাকা।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর