আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে


মোঃ শোয়াইব, হাটহাজারী প্রতিনিধিঃ “ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান।

এসময় ইউএনও বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। জনগণ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি), কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

তাছাড়া ভূমি অফিসের সেবার মধ্যে আছে শতভাগ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় ও রেজিস্ট্রেশন, গণশুনানীর আয়োজন, খাস জমি উদ্ধার, ভিপি সম্পত্তির লিজ ফি আদায়, মিস কেস দ্রুত নিষ্পত্তিকরণ। বিগত ৯ মাসে ১৭২ টি মিস কেস এবং ১২৭ টি করণিক ভুলের আবেদন নিষ্পন্ন করা হয়েছে। সরকার নিধার্রিত সময়সীমার মধ্যে ই-নামজারি সম্পন্ন করা হচ্ছে।

অনুষ্ঠানে হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর