দেশি কাপড় বিদেশি বলে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা


নিউজ ডেস্ক: দেশি কাপড় বিদেশি বলে বিক্রিসহ লেভেল ছাড়া পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর চকবাজার বালি আর্কেড মার্কেটের আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

ফয়েজ উল্যাহ বলেন, আমাদের কাছে এক ভোক্তা অভিযোগ করেন আর্টস অব পিয়া থেকে তিনি অনলাইনে কাপড় অর্ডার করেছিলেন। প্রতিষ্ঠানটি তাকে ওই কাপড় সরবরাহ করেননি। পাশাপাশি সেই অর্ডারের চার্জের টাকাও ফেরত দেননি। এ ঘটনায় আমরা প্রতিষ্ঠানটিকে শুনানিতে ডেকেছিলাম। কিন্তু তারা আসেননি। পরে আজকে আমরা সরেজমিন এসে দেখার পর তারা আমাদের জানিয়েছে প্রতিষ্ঠানটি পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু তারা এ সম্পর্কে কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


Related posts

রাঙ্গুনীয়া চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

ফটিকছড়ি জাফতনগরের হযরত আবিদ শাহ (রহঃ)’র আস্তানা শরীফের ওরশ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আইআইইউসির সাথে ইউএসএইডের সমঝোতা স্মারক সাক্ষরিত

Chatgarsangbad.net

Leave a Comment