আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির অপরাধে জরিমানা


নিউজ ডেস্ক: নগরের চকবাজারে ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে ওই এলাকার আরও দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চকবাজার মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টে কাঁচা মাছের সঙ্গে রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন বালি আর্কেড শপিং মলে অবস্থিত ফেয়ারি নামক একটি দোকানে বিএসটিআই নিবন্ধন ছাড়া নিষিদ্ধ রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি এবং আর্ট অফ পিয়া নামক আরও একটি প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর