আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক


বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী এলাকার পাহাড়ি অঞ্চল থেকে ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম।

এলাকাবাসী কর্তৃক ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটকের সংবাদ পেয়ে (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন, ৩টি চাপাতি উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী এলাকার একটি পাহাড়ি অঞ্চলে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী অপহরণ ও হয়রানীমূলক কার্যক্রম পরিচালনা করার অপতৎপরতা চালাচ্ছিল। এসময় এলাকাবাসী তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে চন্দনাইশ আর্মি ক্যাম্পে খবর দেয়া হয়।

এসময় ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার মুনিসির ছেলে লুকু-ম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), ত্রাপুঅ এর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)। আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর