আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


মোঃ শোয়াইব,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি কে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার (১৩জুন) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার ষ্টেশন রোডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ অননুমোদিত ঔষধ রাখার দায়ে রহমানিয়া ফার্মেসিকে ১৫ হাজার ও বার আউলিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহিদুল আলম বলেন, দোকানে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আখতার হোসেন খান সুমন ও মডেল থানার এসআই মোহাম্মদ আলমগী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর