আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজী কাচ্চি ঘরকে দেড় লাখ টাকা জরিমানা


নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করার দায়ে হাজী কাচ্চি ঘরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) নগরীর আগ্রাবাদ ও এক্সেস রোডে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে খাবার প্রস্তুত ও বিক্রি করার দায়ে আগ্রাবাদের হাজী কাচ্চি ঘরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই কারখানায় কর্মচারীদের টিকা সনদও ছিল না। একই অভিযানে নগরীর এক্সেস রোডে বাংলায় সাইনবোর্ড না লেখায় পারটেক্স ফার্নিচারকে ৩ হাজার টাকা, আকতার ফার্নিচারকে ২ হাজার টাকা, হেভেন ফার্নিচার মার্টকে ২ হাজার টাকা, ব্রাদার্স ফার্নিচারকে ৫ হাজার টাকা, রয়েল এ্যলুমিনিয়াম ফার্নিচারকে ২ হাজার টাকা ও ভিআইপি ডোরস এন্ড ফার্নিচারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি সহয়তা করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর