আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শতাধিক সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ


চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ও নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান চৌধুরী’র ব্যবস্থাপনায় নগরীর ফিরিঙ্গী বাজারস্থ “উপলব্ধি” শেল্টার হোমের শতাধিক শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন , বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরহান আহমেদ, উপলব্ধি সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত। প্রধান অতিথি মসিউর রহমান চৌধুরী বলেন, ঈদের খুশি সবার ঘরে শান্তি নিয়ে আসুক, ধনী গরিব সবাই মিলে প্রাণটা খুলে হাসুক” এই মূলমন্ত্রকে সামনে রেখে ঈদের পোষাক বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের ঈদ আনন্দে সামিল হওয়ার চেষ্টা করেছি এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের হাসি ফোটানোর লক্ষে আমি এমন উদ্যোগ গ্রহণ করেছি । আগামীদিন গুলোতে আরও বড়পরিসরে এই ধরণের সমাজ পরিবর্তনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই আপনারা যে যার জায়গা থেকে সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর