আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এস. এম. এস যুব সমিতি কম্বল বিতরণ


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা সোনারগাঁও এলাকার সেচ্ছাসেবী সংগঠন এস. এম. এস যুব সমিতির পক্ষ থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী ) বিকালে দক্ষিণ রাজানগর ৫নং ওয়ার্ড সোনারগাঁও এলাকার এস. এম. এস যুব সমিতির কার্যালয়ের সামনে ১ম পর্বে শীতবস্ত্র বিতরণ করেন। একি সময়ে ২য় পর্বে সোনারগাঁও কৈয়ার ডেবা এলাকার পাহাড়ে বসবাসরত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হাতে তুলে দেন সমিতির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বাহাদুর, বাঙ্গাল সওদাগর, নুরুল আমিন কোম্পানী, এস. এম. এস যুব সমিতির সভাপতি মুহাম্মদ ফোরকান, সহ-সভাপতি মুহাম্মদ দিদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য সাইদ, শহিদুল, মিজান, সাবের, আশরাফ, মিরাজ, আজাদ, ফরহাদ, সিজান প্রমুখ। কম্বল বিতরণে প্রবাসীদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ জাবের, সাবের, মিজান, আক্কাস, মহিউদ্দিন, ইকবাল, আরিফ।

উল্লেখ্য এস. এম. এস যুব সমিতির নিবন্ধন পাওয়ার সমিতির কার্যালয়ের সামনে নেতৃবৃন্দরা মিষ্টি বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর