আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী শিক্ষকের বেতের প্রহারে ছাত্রের শরীর জখম, গ্রেপ্তার শিক্ষক


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালীঃ বোয়ালখালীতে এক শিক্ষকের বেতের প্রহারে এক শিক্ষার্থীর শরীর জখমের ঘটনা ঘটেছে।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২২ মে) বিকেলে অভিযুক্ত শিক্ষক মো.সাইফ হোসেনের (২৬) বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায় করেছেন আহত শিক্ষার্থীর পিতা আবদুল বারেক। এর আগে রবিবার দুপুরে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সাইদুল হককে (১৫) শিক্ষক বেত দিয়ে প্রহার করে।

এতে সেআহত হন।

তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন অন্যান্য ছাত্ররা। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষককের বিচারের দাবিতে বিক্ষোভে ফেটেপরে সাইদুলের সহপাঠীরা। এসময় তারা বিদ্যালয়ের সামনে কানুনগোপাড়া ডিসি সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফররুখ আহমদ মিনহাজ জানান, অভিযুক্ত শিক্ষক সাইফ হোসেনের বিরুদ্ধে ২০১৩ সালের শিশু আইনের ৭০ তৎসহ ৩২৩, ৩২৫ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা। মামলা রুজু হওয়ায় শিক্ষক সাইফকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক সাইফ জামালপুর জেলার মেসকা ইউনিয়নের পূর্ব কলতাপাড়ার ৮নং ওয়ার্ডের মো. গোলাম রব্বানীর ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী সালাম মার্কেটে ভাড়া থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম বলেন, শিক্ষার্থীকেএরকম ঘটনায় খন্ডকালীন শিক্ষক সাইফ হোসেনকে বহিস্কার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর