আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠার ৪৩ বছর পর নির্মিত হচ্ছে জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ৪ তলা ভবন


মুহাম্মদ আরফাত হোসেন

জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠার ৪৩ বছর পর সরকারিভাবে ৪তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণ হচ্ছে। এতে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের মাঝে বয়ে বেড়াচ্ছে আনন্দ। চন্দনাইশ পটিয়ার সীমান্তবর্তী জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়টি স্থানীয় বিদ্যুৎসাহী মনোরঞ্জন বড়ুয়া ৮০ শতক জমি দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করে। ১তলা বিশিষ্ট ভবনে কার্যক্রম শুরু হয়ে হাটিহাটি পা পা করে ৪৩ বছরে এ বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন। বর্তমানে ১৪ জন শিক্ষক, ১ জন লাইব্রেরিয়ান, ১ জন কম্পিউটার অপারেটর, ৩ জন কর্মচারী নিয়ে সরবরে চলছে শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক চপল কান্তি সেন জানালেন, ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৫ জন শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগে সুচারুরূপে পাঠদান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ে শ্রেণি কক্ষের অভাবে প্রতিষ্ঠানে ক্লাস পরিচালনা করা খুবই কঠিন ছিল। বিদ্যালয়টি পটিয়া ও চন্দনাইশের সীমান্তবর্তী হওয়ায় উন্নয়নের অংশীদার হতে পারেনি। অবশেষে চলতি বছর জানুয়ারি মাসে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র সহায়তায় ৪তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ অব্যাহত রয়েছে । ভবনটি চলতি বছরে নির্মিত হলে শিক্ষার্থীদের শ্রেণি বিন্যাসের মাধ্যমে পাঠদানে সহায়ক ভূমিকা রেখে বিদ্যালয়ের ফলাফল আরো ভাল করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর