আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


 

“স্মার্ট লিগ্যাল এইড, স্মাট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে এ দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
২৮এপ্রিল রবিবার সকাল ১০টায় সাতকানিয়া আদালত মাট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি সাতকানিয়া আদালত কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান, সাতকানিয়া আদালতের বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও এডিশনাল পি পি এডভোকেট মিসবাহ উদ্দিন কচির। অনুষ্ঠান উদ্বোধন করেন সাতকানিয়া আইনজীবী সমিতি ও অতিরিক্ত সহকারী কৌশলী এডভোকেট সুনিল বড়ুয়া।

আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ শরিফুল হক, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা,সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, লোহাগড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শিবলী নোমান, ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, সাতকানিয়া থানার তদন্ত অফিসার আতাউল গনি চৌধুরী, লোহাগাড়া থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সাতকানিয়া চৌকি আদালতে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট সুজন পালিত ও এডভোকেট আফরোজা হাসনা হুমি।

লিগ্যাল এইড এর আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অসহায় ও দুস্থ মানুষের আইনি সহায়তা দিতে সব সময় প্রস্তুত।তাই সবাইকে আইনি সহায়তা নেওয়ার আহবান জানান। এব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও অনুরোধ করেন।সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সবকিছুর আয়োজন করেছেন।তাই সচেতন মহলকে অসহায় ও দুস্থ জনগোষ্ঠী আইনী সহায়তা পাওয়ার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় সে ব্যাপারে সহযোগিতা করার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর