আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রজীবন থেকে সোলায়মান রাজনীতিতে নিবেদন করেছিলেন: আ জ ম নাছির


আলকরণ ওয়ার্ডের সাবেক চসিক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আলকরণ বায়তুর রহমান জামে মসজিদে মরহুমের কবরে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, আমরা ক’জন মুজিব সেনা, তারেক সোলায়মান সেলিম স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দুপুরে আলকরণের ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে তারেক সোলায়মান সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সভায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে ছাত্রজীবন থেকে নিজেকে রাজনীতিতে নিবেদন করেছিলেন তারেক সোলায়মান সেলিম। আওয়ামী আদর্শের এই সৈনিক আজীবন দলের কর্মী হয়ে কাজ করে গেছেন। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলেছেন হাজারো ত্যাগী কর্মী।

নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানার সঞ্চালনায় সভায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, গোলাম মোহাম্মদ জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সদস্য বোখারী আযম, নগর ছাত্রলীগ সহসভাপতি মো. ইমতিয়াজ বাবলা বক্তব্য দেন।

অনুষ্ঠানে আমরা ক’জন মুজিব সেনা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মো. ওসমান, জাফর আহমদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন পাপ্পু, তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজ ইমতু, চৌধুরী জহিরুদ্দিন মো. বাবর, সাইফুদ্দিন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জানে আলম, ইউসুফ হারুন মাসুদ, মো. ফেরদৌস জাকী, মোজাম্মেল হক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর