আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সদর থানা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন- সভাপতি সাদ্দাম, সম্পাদক আজিজ


মুহাম্মদ আরফাত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ সদরস্থ থানা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন’২২ নির্বাচনে ১০ টি পদের মধ্যে ৪ টি পদে সরাসরি ভোটে সাদ্দাম হোসেন (চেয়ার) ১৭৬ ভোট পেয়ে সভাপতি, আবদুল আজিজ (প্রজাপতি) ১৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২২ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলাকালে ৩০৪ জন ব্যবসায়ীর মধ্যে ২৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি আখতারুজ্জামান রবিউল (মোটর সাইকেল) পেয়েছেন ১০২ ভোট, সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মতিউল ইসলাম (আনারস) পেয়েছেন ১০৩ ভোট। সহ-সভাপতি পদে মো. পারভেজ উদ্দীন (মোরগ) প্রতীক নিয়ে ১৫০ ভোট, ধর্মীয় সম্পাদক পদে মো. ফরিদ উদ্দীন (দোয়েল) ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাছাড়া সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সহ-অর্থ সম্পাদ, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩ বছরের জন্য নির্বাচিত এ কমিটি গঠন কল্পে পলাশ দে’কে প্রধান নির্বাচন কমিশনার করে মো. শাহজাহান, আখতারুজ্জামান ফারুক, শাহজাহান, মো. হানিফকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর