চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক: চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা, চণ্ডীযজ্ঞ সহ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত্য করেন।

গত ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিলো প্রতিমা প্রদর্শন, গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা, মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও ধর্মীয় নাটক দেবী দুর্গা প্রদর্শন করা হয়।


Related posts

আইআইইউসিতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

Chatgarsangbad.net

চট্টগ্রামে শতায়ু অংগনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আইআইইউসিতে ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিদায় ও নবীন বরণ সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment