অনলাইন ডেস্কঃ নগরীর ডিসি হিলের প্রবীণ-বয়োজ্যেষ্ঠদের সংগঠন শতায়ু অংগনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রাম ষ্টেশন রোডস্থ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতের হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন ‘চট্টগ্রামের প্রবীণদের জন্য একটি পার্ক প্রয়োজন’
সংগঠনটির সভাপতি মুনসুর আহমদের সভাপতিত্বে মুহাম্মদ রুস্তম আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এন ইসলাম, অর্মিত লাল দে, আব্দুর রহিম লোকমান, সুকুমার বৈধ্য, বাবু রনদীপ দত্ত, খোরশেদ আলম, সৈয়দ নুরুল আমিন, উত্তম কুমার দাশ, পিয়ুষ কুমার দত্ত প্রমূখ।
Leave a Reply