আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কৃষি প্রণোদনা পেলো ৩০০ জন প্রান্তিক কৃষক


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩০০ জন কৃষক পেলো কৃষি প্রণোদনা।

সোমবার (২৭জুন) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমা ভট্টাচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রাণী সরকার, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, পৌরসভা কৃষকলীগ নেতা কাজী মফিজুর রহমান, দোহাজারী পৌরসভা কৃষকলীগ সভাপতি ফরিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে আমন বীজ ও ১০ কেজি করে এম.ও.পি সার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর