আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দোহাজারী পৌরসভা এলডিপির চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ হাজারী বাড়ি সংলগ্ন দে পাড়া এলাকায় গত সোমবার (৬জুন) অগ্নিকান্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা চারটি পরিবারের মাঝে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ডক্টর অলি আহমদ বীর বিক্রম এর পক্ষ থেকে দোহাজারী পৌরসভা এলডিপির উদ্যোগে দুই বস্তা চাল ও নগদ ১৮ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (০৭ জুন) বিকালে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এলডিপি ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ৩নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি নাছির খান, সহ-সভাপতি নুর খান, গনতান্ত্রিক যুবদল ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুবিন, ২নং ওয়ার্ড সভাপতি শহিদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল নেতা গফুর, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি আলমগীর, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল করিম, ৩নং ওয়ার্ড সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলী, ২নং ওয়ার্ড সভাপতি মনছুর, সাধারণ সম্পাদক আরিফ প্রমূখ।

উল্ল্যেখ্য যে, গত সোমবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ হাজারী বাড়ি সংলগ্ন দে পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মৃত গোপাল দত্তের ছেলে মাষ্টার অরুণ দত্ত, বরুণ দত্ত, কিরন দত্ত ও মেয়ে দীপ্তি রাণী দত্তের বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তাঁরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর