আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের আরো ২ সহযোগী গ্রেপ্তার


নিউজ ডেস্ক: চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। দুই সহযোগী হলো মোঃ ফারুক আজম প্রকাশ আকাশ (৩২) ও দুই মামলার আসামি মোঃ জাহিদুল আলম নয়ন (২৫)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

তিনি বলেন, কোন সন্ত্রাসী বায়েজিদ থানা এলাকায় স্থান পাবে না আমি আগেই ঘোষণা করেছি। তারই ধারাবাহিকতায় অভিযান অব্যাহত রয়েছে। একে একে মাদক ও সন্ত্রাস বিরোধী চলমান রয়েছে। অনেক সন্ত্রাসীকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাই, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকদিন এই আসামিরা পলাতক ছিল। অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দুজনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে জানালেন ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর