সৈয়দ শিবলী ছাদেক কফিল: অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাসের চাষ বৃদ্ধি ও চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে চন্দনাইশে উৎসাহমূলক প্রণোদনা প্রদান করা হয়৷ ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে প্রণোদনার নগদ টাকা বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফয়সাল হোসেন, এসএএলও আজিজ আহমদ, সিইএ মো. শামীম খান চৌধুরী, অফিস সহকারী কাজী মো. আলমগীর প্রমুখ।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ২জন মহিলাসহ ১৬ চাষীকে দ্বিতীয় কিস্তিতে পাঁচ হাজার টাকা করে এ প্রণোদনার নগদ টাকা দেয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাস “নেপিয়ার পাকচং-১” চাষ করা হচ্ছে। এ ঘাসে প্রাণিপুষ্টিগুণ বেশী এবং অতি লাভজনক।
Leave a Reply