আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে যৌথ অভিযান:সশস্ত্র তিন সন্ত্রাসী গ্রেফতার


শ.ম.গফুর (উখিয়া) কক্সবাজার

টেকনাফের কাটাবুনিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।১০ অক্টোবর( বৃহস্পতিবার) উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় সশস্ত্র ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৩টি তলোয়ার, ২টি রামদা,৫টি চাপাতি এবং ১৩টি কিরিছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন,মনির আহমদ (৫২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-সখিনা খাতুন,মোঃ জিয়াউল ইসলাম (২৭), পিতা-মৃত আনু মিয়া, মাতা-সুবিনা খাতুন ও মোঃ সোহেল (২৫), পিতা-মৃত মোহাম্মদ আমির,তারা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাটাবনিয়া এলাকার বাসিন্দা উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে র‍্যাব-১৫’র এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর