নাইক্ষ্যংছড়িতে আনন্দে মুখর কৃষক, মাঠজুড়ে সোনালি ধানের হাসি


আনোয়ার হোছাইন: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ, সময়োপযোগী সেচ ও সার প্রয়োগ এবং কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কৃষকরা এবার পেয়েছেন প্রত্যাশার চেয়েও বেশি ফলন।

বুধবার (২৩ এপ্রিল) সরেজমিনে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে—যেদিকে চোখ যায়, সেদিকেই সোনালি ধানের সমারোহ। কিছু জমিতে ইতোমধ্যে ধান কাটার কাজ শুরু হয়েছে। তবে অধিকাংশ জমিতে এখনও ধান কাটার উপযুক্ত সময় আসেনি। শস্যের ঝলমলে রঙ ও সমানভাবে দোল খাওয়া ধানের মাথা দেখে কৃষকদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার বাইশারী ইউনিয়নস্থ করলিয়ামুরা’র স্থানীয় কৃষক মোঃ ছৈয়দ আলম কারবারি বলেন, গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে। আবহাওয়া যেমন অনুকূলে ছিল, তেমনি কৃষি অফিস থেকেও নিয়মিত পরামর্শ পেয়েছি। আশা করছি ভালো লাভ হবে।

একই গ্রামের আরেক কৃষক নুরুল আলম বলেন, এবারের ফলনে আমরা সবাই খুবই খুশি। এখন যদি বাজারে ধানের ভালো দাম পাই, তাহলে বছরের কষ্টটা সার্থক হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনামুল হক বলেন, এ মৌসুমে উপজেলার প্রায় ১২৩৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত কাজ করছেন।

এদিকে কৃষকদের আশা—ফলন যেমন ভালো হয়েছে, বাজারেও যেন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হয়। তাহলেই প্রকৃত অর্থে তাদের শ্রমের সুফল মিলবে।


Related posts

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

২ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

Chatgarsangbad.net

চন্দনাইশে মডেল মসজিদের স্থান নির্ধারণ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment