আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুমধুম সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার


ভ্রাম্যমাণ প্রতিবেদক: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। সোমবার (২১ মার্চ) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আসামী বিহীন এ সব বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমন করে আসছে।যারই ধারাবাহিকতায় ৩৪ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবর পেয়ে অভিযানে নামেন। ২১ এপ্রিল ঘুমধুম বিওপি’র একটি বিশেষ অভিযানিক দল জামালের ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নেন।

দুপুরে কাপড়ের ব্যাগ হাতে করে এক ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁতপেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে জামালের ঘের দিয়ে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। অভিযানিক দল বর্ণিত স্থান তল্লাশী করে মাদক কারবারী’র ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।বিষয়টি নিশ্চিত করেন, ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর