দোহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ১লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে সড়কের পাশে দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ দোকানের মালিককে ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এসময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় এর নেতৃত্বে একদল সেনাবাহিনী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুলিশ, গণ্যমাধ্যম কর্মী, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রি, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি সহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ দোকান যথাক্রমে হোটেল মেজবান বাড়িকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ওয়েল সুইটসকে ১০ হাজার টাকা, হোটেল নুরাইনকে ৩ হাজার টাকা ও খাগরিয়া স্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে আসছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ দোকানের মালিককে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Related posts

শিকলবাহায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষীক সম্মেলন

Chatgarsangbad.net

ইফতার সামগ্রী বিতরণ করেছেন চান্দগাঁও শাখার জাতীয় শ্রমিক লীগ

Chatgarsangbad.net

সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি

Chatgarsangbad.net

Leave a Comment