জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা মাতামুহুরির অফিস উদ্বোধন

জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা মাতামুহুরির অফিস উদ্বোধন

 কক্সবাজার চকরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার মাতামুহুরি পূর্ব বড় ভেওলা শাখার নতুন অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৩ শে নভেম্বর বাদ মাগরিব আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ অফিস উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা আমীর জনাব ফরিদুল আলম। এছাড়া অনুষ্ঠানে দলের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল ফারুক বলেনঃ

এই অফিস উদ্বোধনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। ইসলামি আন্দোলনকে তৃণমূলে সুসংগঠিত করে মানুষের সেবা ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”বিশেষ অতিথি জনাব ফরিদুল আলম তার বক্তব্যে বলেন, “নতুন এই অফিস কার্যালয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এখান থেকে ইসলামি শিক্ষা ও সামাজিক সেবা কার্যক্রম আরও শক্তিশালী হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যারা নতুন কার্যালয়ের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরো পড়ুন

মুবিনুল হক কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা >


Related posts

চন্দনাইশে মমতা সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা

Mohammad Mustafa Kamal Nejami

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’, উপকূলে হুঁশিয়ারি সংকেত

Chatgarsangbad.net

চুনতির সীরাতুন্নবীর বাজেট ৪ কোটি ৫০ লাখ টাকা

Chatgarsangbad.net

Leave a Comment