আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চুনতির সীরাতুন্নবীর বাজেট ৪ কোটি ৫০ লাখ টাকা


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হল রুমে ঢাকার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন মাহফিলটির আয়োজক কমিটি।

মতবিনিময় সভায় মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এর সভাপতিত্বে চুনতী শাহ মঞ্জিল এর প্রেস সচিব
মোহাম্মদ সোহেল তাজ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহাজাদা
মাওলানা মোহাম্মদ আনোয়ারুল্লাহ সুজাত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সাজেদা সুরাত, ড.
এহছানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মোহাম্মদ আব্দুল্লাহ আনোওয়ার সজিব,
মোহাম্মদ ওয়াজিউদ্দিন, সাইফুল্লাহ, আনিস প্রমুখ।

মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত বলেন, এবারের ৫৩তম মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে ১৫শ’ এর অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন। ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) পুলিশ প্রশাসনের পাশাপাশি
স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি। এই পবিত্র ১৯ দিনব্যাপী মাহফিলে
সীরতুন্নবী (স.) আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিদের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। জানা যায়, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর