আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী


মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সহ চট্টগ্রামের অধিকাংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত। সপ্তাহব্যাপী ভারী বৃষ্টি বর্ষণ, পাহাড়ি ঢল এবং পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। চন্দনাইশ- সাতকানিয়া সহ আশেপাশের এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে উঠেছে কোমর সমান পানি, দুর্বিপাকে পড়েছে মানুষ। সৃষ্ট দুর্যোগে ত্রানসামগ্রী ও রান্না করা খাবার নিয়ে ৯ আগস্ট দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার শুকনো খাবার বন্যায় প্লাবিত এলাকায় বিতরণ করেন। এছাড়া নিজস্ব অর্থায়নে বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকায় ১ হাজারের অধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) জিমরান মোহাম্মদ সায়েক, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর