অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের কৃতী সন্তান প্রখ্যাত লেখক, গবেষক, অনুবাদক ড. এ এস এম ইউসূফ জিলানীর ২০ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রেযা একাডেমীর প্রচার সচিব মাস্টার আবুল হোসাইনের পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু হল’এ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এসব গ্রন্থের মোড়ক উম্মোচন করেন ভারত থেকে আগত পীরে তরিকত আল্লামা তৌসিফ রেযা খান কাদেরী (ম.জি.আ.)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের সঠিক মতাদর্শ আহলে সুন্নাত
ওয়াল জমাতের প্রচার প্রসারে আলা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভীর (র.) কিতাব ও অন্যান্য সুন্নী ওলামায়ে কেরামের রচিত কিতাবগুলোর ভূমিকা অনস্বীকার্য।
আরও পড়ুন আবুল কালাম তালুকদারের গ্রন্থ প্রসঙ্গে কিছু কথা
তৌসিফ রেযা খান আরো বলেন, ‘ড. এ এস এম ইউসূফ জিলানী কর্মগুণে একটি ঐতিহাসিক নামে পরিণত হয়েছেন। মহান আল্লাহ তার লেখনী জীবনকে দার্শনিকরূপে, অলিরূপে কবুল করুক।’
অনুষ্ঠানে ড. এ এস এম ইউসূফ জিলানীর দুই শতাধিক পাণ্ডুলিপি ও তার লিখিত শতাধিক গ্রন্থ প্রদর্শন করা হয়। সুধীজনেরা প্রদর্শনীতে লেখকের বই পাঠ করেছেন।
আরও পড়ুন বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী
রেযা একাডেমীর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাস্টার আবুল হোসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাতের চেয়ারম্যান সাইখুল হাদীস আল্লামা মঈন উদ্দিন আশরাফী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ। আলোচনায় অংশগ্রহণ করেন গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা বদিউল আলম রেযভি, ড. মাওলানা ইসমাইল নোমানী, মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী, মাওলানা ইকবাল কাদেরী, সাহাবউদ্দিন খালেদ চৌধুরী, সোহেল মো. ফখরুদ-দীন প্রমুখ।
Leave a Reply