আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিশ্ব থিয়েটার দিবস ২৭ মার্চ


অনলাইন ডেস্কঃ বিশ্ব থিয়েটার দিবস আজ। ১৯৬১ সালে আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট (আইটিই) এই দিবসটির প্রচলন শুরু করে। প্রতিবছর ২৭ মার্চ সারাবিশ্বে দিবসটি পালন করা হয়।

দিবসটি উদযাপন করতে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চনাটক অনুষ্ঠান প্রদর্শিত হয়। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে- এই দিবস উদযাপন লক্ষ্যে আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউটে একজন তারকা মঞ্চনাটকের মাধ্যমে, আইটিইর শান্তির সংস্কৃতি বিষয়ক এক বিশেষ বাৰ্তা প্রেরণ করে।

আরও পড়ুন শিল্পকলা একাডেমিতে থিয়েটার উৎসব

প্ৰথম বিশ্ব থিয়েটার দিবসের আন্তর্জাতিক বাৰ্তা ১৯৬২ সালে ফ্রান্সের জিন কোকটিয়াও লিখেছিলেন। প্ৰথমে হেলসিঙ্কি এবং তারপর ভিয়েনায় ১৯৬১ সালের জুন মাসে অনুষ্ঠিত আইটিইর নবম আলোচনাসভায় আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউটের ফিনিশ কেন্দ্রের পক্ষে অধ্যক্ষ আর্ভি কিভিমায় বিশ্ব থিয়েটার দিবস উদ্‌যাপনের প্রস্তাব দেন। স্ক্যান্ডিনেভিয়ান কেন্দ্রসমূহে এটাকে সমৰ্থন দেওয়ার পরই দিবসটির বিশ্বব্যাপী প্রচলন শুরু হয়।

প্রতিবছর বাংলাদেশেও দিবসটিতে থাকে  বিশেষ কমসূচি। এদিন দেশের থিয়েটার গুলোতে বিভিন্ন অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হয়ে থাকে।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর