Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

সেতু আছে সড়ক নেই!


ইকবাল হোসেন, সাতকানিয়াঃ সেতুর জন্য দাবি উঠেছিলো ১৯৯৯ সালে। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০১৭ সালে নির্মাণ কাজ শেষ হয়। এরপর ৬ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন জটিলতায় আজও নির্মিত হয়নি এর সংযোগ সড়ক।
সরজমিনে দেখা গেছে, নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা, আমিলাইষ, এঁওচিয়া ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এই সেতু। শিক্ষার্থী, কৃষক ও স্থানীয়দের দৈনন্দিন জরুরি কাজের জন্য সেতুটি অত্যধিক গুরুত্বপূর্ণ। উল্লেখিত ইউনিয়ন গুলোতে উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের একমাত্র ব্যবস্থাও এই সেতু। কিন্তু ব্রিজের সঠিক সুফল ভোগ করতে পারছেন না তারা কেউই। হেঁটে চলাচল করা গেলেও যানবাহন যাতায়াত করতে না পারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য জরুরি কাজে পৌঁছুতে সময় ব্যয় হচ্ছে বেশি। তাই স্থানীয়রা এ সংযোগ সড়কটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, উপজেলার নলুয়ায় গাটিয়াডাঙ্গা ও আমিলাইষে সংযোগ স্থাপনে ডলু নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছিলো। সেতু স্থাপনের দায়িত্ব পেয়েছিলো সড়ক ও জনপথ বিভাগ। ২০১৬ সালে কাজ শুরু করে ২০১৭ সালে সংস্থাটি কাজও শেষ করেছে। এখন এই সেতুটির সংযোগ সড়কের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) করার কথা। কিন্তু কার্যাদেশ ও বরাদ্দ না পৌঁছানোর কারণে কাজ আটকে আছে।

আরও পড়ুন সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকটে গর্ভবতীদের কষ্ট

দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ এ প্রসঙ্গে চাটগাঁর সংবাদকে বলেন, ‘আমাদের সংস্থার দায়িত্ব ছিলো সেতু স্থাপনের, সেটি আমরা সমাপ্ত করেছি। বাকি কাজটা এলজিইডির।’

সেতুটির সংযোগ সড়কের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী বলেন, ‘অতি শিগগির এই সড়কটির কাজ শুরু হবে। এলজিইডির সংশ্লিষ্ট অফিসে কার্যাদেশ ও বরাদ্দ পৌঁছাতে বিলম্ব হওয়ায় এ কাজে ধীরগতি দেখা দিয়েছে।’


Related posts

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে লিফলেট বিতরণ

Chatgarsangbad.net

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Chatgarsangbad.net

বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামালের জন্মবার্ষিকী আজ

Chatgarsangbad.net

Leave a Comment