Hom Sliderচট্টগ্রাম

দুঃসংবাদ সুসংবাদ দু’ধরনের পূর্বাভাসই দিলো আবহওয়া অধিদপ্তর


অনলাইন ডেস্কঃ তাপমাত্রা হ্রাস পাওয়ার সুখবর ও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির দুঃসংবাদের পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটি জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।

আরও পড়ুন চট্টগ্রামে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ফেনী জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে গত কয়েকদিন চট্টগ্রামেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিলো।বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির কারণে চট্টগ্রামে আগামি কয়েকদিন কোনো কোনো স্থানে মাঝারী এবং কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসময় তাপমাত্রা খানিকটা হ্রাস পেতে পারে। তবে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাপমাত্রা আবারো বাড়তে পারে।

গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিলো সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো পটুয়াখালীর খেপুপাড়ায়।

আরও পড়ুন দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৫ মিলিমিটার রেকর্ড হয়েছে হাতিয়ায় এবং সর্বনিম্ন বৃষ্টিপাত ৬ মিলিমিটার রেকর্ড হয়েছে কক্সবাজারে।


Related posts

মাওলানা সৈয়দ মোহাম্মদ আরিফুল হাই (কঃ) এর নামাজে জানাজা সম্পন্ন

Saddam Hossain

মন্দিরে বাড়তি নিরাপত্তা বাধ্যতামূলক : স্বরাষ্ট্রমন্ত্রী

Chatgarsangbad.net

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment