আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুনতীতে শাহ সাহেব (রহ.)’র ৪১তম ইসালে সওয়াব মাহফিল ৯ সেপ্টেম্বর


চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক, শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.)’র ৪১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩ চুনতী সিরাত ময়দানে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বাদে ফজর খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে বুখারি শরীফ, বাদে যোহর মুনাজাত, বাদে আসর হতে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ আলোচনা পেশ করবেন। এতে উপস্থিত থাকবেন দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিরাত মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর