Hom Sliderবাংলাদেশ

মন্দিরে বাড়তি নিরাপত্তা বাধ্যতামূলক : স্বরাষ্ট্রমন্ত্রী


দুর্গাপুজায় মন্দির প্রাঙ্গণ এলাকায় বাড়তি নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবধরনের নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে মণ্ডপগুলোতে স্থায়ীভাবে থাকবে আনসার সদস্য।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন।

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা নাশকতায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্দির প্রাঙ্গণ এলাকায় বাড়তি নিরাপত্তা বাধ্যতামূলক করা হয়েছে। গত বছর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কুরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই এ বছর কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপে পূজা আয়োজন কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক রাখার তাগিদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


Related posts

চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Chatgarsangbad.net

১৩ সেপ্টেম্বর আখেরি চাহার শোম্বা

Chatgarsangbad.net

ভারতে মহানবী (সাঃ)’কে কটুক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়নের হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Md Maruf

Leave a Comment