আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল থেকে বর্জ্য অপসারন করছে চসিক

ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসন খাতের বর্জ্য মিশছে চট্টগ্রামের খাল-নদীতে!


অনলাইন ডেস্কঃ শিল্প-কারখানা ও আবাসন খাতের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক না হওয়ায় এবং নগরীর স্যানিটেশন প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় চট্টগ্রামের খাল-নদীগুলোতে প্রতিনিয়ত দূষণ বাড়ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

খাল-নালা কিংবা নদী দূষণে দায়ী এসব বর্জ্যের উৎস খুঁজছে চসিকের পরিচ্ছন্ন বিভাগের সিভিল ড্রেসধারী কর্মী। ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ীদের শাস্তি প্রদানে এ কর্মসূচি নিয়েছে চসিক। বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) শুস্ক মৌসুমে মাসব্যাপী খালের মাটি উত্তোলন কার্যক্রমের উদ্বোধনকালে
চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন চসিকের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহবান মেয়রের

মেয়র বলেন, জলাবদ্ধতা ঠেকাতে আমরা শুস্ক মৌসুমে খাল-নালা থেকে মাটি তুলছি। পরিবর্তিত জলবায়ুর কারণে নগরীতে পানি জমলেও দ্রুততম সময়ে সে পানি যাতে অপসারিত হয় সেটিই আমাদের লক্ষ্য। তবে কোনো পদক্ষেপই সফল হবেনা, যদিনা জনগণ খাল নালায় প্লাস্টিক-পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না করে। আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছি এবং পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রচার করছি।’

তিনি বলেন, ‘আমরা চাইছি জনগণকে সচেতন করে এতে সম্পৃক্ত করতে। এ মাস থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়ালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা করা হবে।’

এসময় সিডিএর জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের আওতায় থাকা খালগুলোর মাটি বর্ষা মৌসুমের পূর্বে তোলার আহ্বান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর