আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চসিক আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিযোগীতা উদ্বোধনকালে বক্তব্য রাখছেন মেয়র

চসিকের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহবান মেয়রের


অনলাইন ডেস্কঃ শিক্ষার্থীদের মাঝে মানবিক গুণাবলি বিকশিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নগরীর চকবাজারের প্যারেড ময়দানে চসিক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র।

আরও পড়ুন চসিকে স্যানিটারি ল্যান্ডফিল ও ফুড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিষ্ঠার প্রস্তাব

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সংস্কৃতি চর্চা শিশুদের মাঝে মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। শিশুদের নৈতিকতাবোধসম্পন্ন, সংস্কৃতিমনা আধুনিক মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দিতে হবে, বাড়াতে হবে সংস্কৃতি চর্চা। শিক্ষার্থীদের মাঝে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে এবছর প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে চসিক। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টও থাকছে এবারের আয়োজনে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনি, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, এম আশরাফুল আলম, আতাউল্লাহ চৌধুরী, মো. ইলিয়াস, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, আনজুমান আরা বেগম, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, শাহরীন ফেরদৌসী, উপ-সচিব আশেকে রসুল টিপুসহ চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর