ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসন খাতের বর্জ্য মিশছে চট্টগ্রামের খাল-নদীতে!


অনলাইন ডেস্কঃ শিল্প-কারখানা ও আবাসন খাতের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক না হওয়ায় এবং নগরীর স্যানিটেশন প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় চট্টগ্রামের খাল-নদীগুলোতে প্রতিনিয়ত দূষণ বাড়ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

খাল-নালা কিংবা নদী দূষণে দায়ী এসব বর্জ্যের উৎস খুঁজছে চসিকের পরিচ্ছন্ন বিভাগের সিভিল ড্রেসধারী কর্মী। ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ীদের শাস্তি প্রদানে এ কর্মসূচি নিয়েছে চসিক। বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) শুস্ক মৌসুমে মাসব্যাপী খালের মাটি উত্তোলন কার্যক্রমের উদ্বোধনকালে
চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন চসিকের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহবান মেয়রের

মেয়র বলেন, জলাবদ্ধতা ঠেকাতে আমরা শুস্ক মৌসুমে খাল-নালা থেকে মাটি তুলছি। পরিবর্তিত জলবায়ুর কারণে নগরীতে পানি জমলেও দ্রুততম সময়ে সে পানি যাতে অপসারিত হয় সেটিই আমাদের লক্ষ্য। তবে কোনো পদক্ষেপই সফল হবেনা, যদিনা জনগণ খাল নালায় প্লাস্টিক-পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না করে। আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছি এবং পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রচার করছি।’

তিনি বলেন, ‘আমরা চাইছি জনগণকে সচেতন করে এতে সম্পৃক্ত করতে। এ মাস থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়ালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা করা হবে।’

এসময় সিডিএর জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের আওতায় থাকা খালগুলোর মাটি বর্ষা মৌসুমের পূর্বে তোলার আহ্বান জানান তিনি।


Related posts

ফজলুল হক মরিয়ম নগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

Md Maruf

পতেঙ্গায় বিএনপি-অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও পিকনিক

Chatgarsangbad.net

মহেশখালীতে পুলিশের অভিযানে বন মামলার আসামী রবিউল আলম আটক

Chatgarsangbad.net

Leave a Comment