Hom Sliderআন্তর্জাতিকতথ্যপ্রযুক্তি

হুয়াওয়েই’র বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র, দুই চীনা গোয়েন্দা গ্রেপ্তার


হুয়াওয়েই’র বিরুদ্ধে তদন্তে বাধা দেয়ায় দুই চীনা গোয়েন্দাকে গ্রেফতার করেছে মার্কিন বিচার বিভাগ। চীনা মালিকানাধীন বিশ্বের অন্যতম টেলিকম প্রতিষ্ঠানটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দুই গুপ্তচরের বিরুদ্ধে নিউইয়র্কের অ্যাটর্নি অফিস থেকে ফাইল ও তথ্য চুরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ওই ফাইলগুলো চীনের একটি বড় টেলিকমিউনিকেশন কোম্পানির অপরাধ তদন্ত ও বিচারের সঙ্গে সম্পর্কিত। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার আগে হুয়াওয়েই বিশ্বের সবেচয়ে বড় মোবাইল প্রস্তুতকারী হওয়ার পথে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু গুগলসহ সব মার্কিন সহযোগীদের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় ওই অবস্থান থেকে পিছিয়ে পড়ে তারা। পরে হুয়াওয়েই নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি করে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগে মামলা তদন্তাধীন রয়েছে। ২০২০ সালের ওই মামলায় অভিযোগ ছিল, অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি চুরি করছে হুয়াওয়ে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য গোপনীয়তায় বিঘ্ন ঘটানোর অভিযোগও ছিল।


Related posts

রাউজানে বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

Saddam Hossain

রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

Chatgarsangbad.net

বান্দরবানে প্রায় ২০ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

Chatgarsangbad.net

Leave a Comment