আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কমিউনিটি গৃহ উন্নয়ন মহিলা সমিতির ২য় বার্ষিক সাধারণ সভায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

চসিকে দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সংকট সমাধানে মেয়রের যে প্রস্তাব


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সহজ শর্তের ঋণের মাধ্যমে নগরীর দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সমস্যার সমাধান হতে পারে।’

বুধবার (২০ ডিসেম্বর) নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত কমিউনিটি গৃহ উন্নয়ন মহিলা সমিতির ২য় বার্ষিক সাধারণ সভায় মেয়র এ প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন ৫’শ শীতার্তকে ‘দূর্বার তারুণ্য’র শীতবস্ত্র দিলেন চসিক মেয়র

মেয়র বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বসতভিটা হারিয়ে দেশের নিম্নাচলের বিপুল পরিমাণ মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে চলে আসছে। আবার, কাজের খোঁজেও অনেকে ভিড় জমাচ্ছেন এ শহরে। বর্তমানে এই নগরীতে দরিদ্রদের স্থায়ী আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অনেকে কষ্ট করে কিছুটা প্রান্তিক অঞ্চলে জমি কিনতে পারলেও বাড়ি করতে পারছেন না। সহজ শর্তে
ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে পারলে নগরীতে দরিদ্রের আবাসন সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।’

সভায় আরো উপস্থিত ছিলেন চসিকের সহকারী স্পপতি আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান, সমিতির সভাপতি নুর জাহান বেগমসহ সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর