Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ: শিক্ষাউপমন্ত্রী


সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে জনশক্তি আরো দক্ষ হবে, এতে কর্মসংস্থান অনেকটাই সহজ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুঁথিগত শিক্ষার সঙ্গে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন।’

উপমন্ত্রী বলেন, ‘দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন। সরকার কারিগরি খাতে শিক্ষক কর্মচারীর শূন্যপদ পূরণ করে নতুন প্রতিষ্ঠান স্থাপন করার কাজ এগিয়ে নিচ্ছে। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিতে ইতোমধ্যে কারিক্যুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে জনশক্তি আরো দক্ষ হবে। এতে কর্মসংস্থান অনেকটাই সহজ হবে। কারিগরি শিক্ষায় পারে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বেকারত্বের হার কমাতে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল আলম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল বাতেন, সাইদুল কবির চৌধুরী, শুভ্রদিব কর প্রমুখ।

প্রসঙ্গত, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৃষ্ঠপোষকতায় এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় বিনামূল্যে এ আউটসোর্সিং শিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তথ্যসূত্র: বাংলনিউজ২৪


Related posts

অরক্ষিত জামিজুরী বালক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারঃ পুকুর গর্ভে বিলীনের আশংকা

Chatgarsangbad.net

নেতা নির্ভর না হয়ে নীতি নির্ভর সমাজ গঠন করতে হবে: হাসনাত আবদুল্লাহ

Saddam Hossain

মীরসরাই’তে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment