আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাফল্য ধরে রেখেছে মাইলস্টোন, পাসের হার ৯৯.৯৭%


এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও সাফল্য ধরে রেখেছে মাইলস্টোন কলেজ। এ বছর কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৯৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯৯ দশমিক ৯৬ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শতভাগই উত্তীর্ণ।

বুধবার দুপুরে সারা দেশে একযোগে ফল প্রকাশ করা হয়। এদিন রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে মাইলস্টোনের নিজস্ব ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মো. সহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, ভালো ফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও পরিশ্রমের ফসল। শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করে থাকি। এই সাফল্য ধরে রাখার পেছনে আমাদের অভিজ্ঞ একাডেমিক পর্ষদের গুণগতমানের পাঠপরিকল্পনা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীরা ভালো ফল করায় সত্যিই আমরা আনন্দিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর