আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইআইইউসিতে ‘স্ট্যান্ডারাইজ ইংলিশ টেস্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক

শনিবার (২৩ মার্চ) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ অনুষ্ঠিত হতে গেল “স্ট্যান্ডারাইজড ইংলিশ টেস্ট” বিষয়ক সেমিনার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটেরারি সোসাইটি (ফিমেল চাপটার) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা মারিয়াম। তাহমিনা মারিয়াম একজন সি 2 লেভেল প্রফেশিয়েন্ট যিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অনার্স, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে মাস্টার্স এবং ইংরেজি ভাষা প্রশিক্ষণ বিভাগে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ২০০ ছাত্রী এই সেমিনারে অংশ নেয়। উক্ত সেমিনারে আইইলটিএস, টোফেল ও অন্যান্য স্ট্যান্ডার্ড ইংরেজি পরীক্ষা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাহমিনা মারিয়াম। কিভাবে নিজে প্রস্তুতি নিয়ে আইইলটিএস ও টোফেল পরীক্ষায় ভালো করা যায়, ব্যান্ড স্কোর ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কিত সকল বিষয়ই ছিল আলোচনার অংশ। তাসনীম জাহেদের কোরান তিলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এবং এলস্ এর প্রেসিডেন্ট ডঃ মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন। প্রক্টর মহোদয় তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং মূল বক্তা তাহমিনা মারিয়ামকে সম্মাননা স্মারক তুলে দেন। উক্ত অনুষ্ঠানটি শেষ হয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরয়ার আলম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নাবিলা সাঈদ মোহাম্মদ লোকমান এবং আয়নুন জারিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর