Hom Slider

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত রুবেলের


ক্রিকেটের টেস্ট ফর্ম (লংগার ভার্সন) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন। তিনি এবার সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিতে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে পেজের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই। আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম….।’
শুধু টেস্ট নয়, লংগার ভার্সন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন রুবেল। মূলত তরুণদের সুযোগ করে দিতে অভিজ্ঞ এই পেসারের এমন সিদ্ধান্ত, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
লম্বা পথ চলায় রুবেলকে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি, সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি।’
টেস্ট থেকে বিদায় নিলেও সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে মাঠ মাতানোর স্বপ্ন দেখেন জাতীয় দলে সর্বশেষ ২০২১ সালে খেলা এই পেসার, ‘ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেয়ার সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলে বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’
১২ বছরের টেস্ট ক্যারিয়ারে রুবেলের প্রাপ্তির খাতা শূন্য। বাদ পড়েছেন অনেকবার, নতুন আশা নিয়ে বারবার দলেও ফিরেছেন। কিন্তু ফল পাওয়া যায়নি কিছু। ২৭ টেস্ট খেলে রুবেলের উইকেট কেবল ৩৬টি। বোলিং গড় ৭৬.৭৭, ১০টির বেশি টেস্ট খেলা বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং গড় তারই! এছাড়া প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬০ ম্যাচে তার উইকেট ৯৭টি। এখানেও বোলিং গড় খুব একটা ভালো নয়, ৫৪.০৩।


Related posts

চমেকে আনা হয়েছে প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্যদের

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে সমুদ্রে নিখোঁজ কিশোরে মরদেহ ১৮ ঘন্টা পর উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

ফটিকছড়িতে ব্রক্ষ্মময়ী সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment