জৈব জ্বালানি উৎপাদনে গবেষণা জরুরি


অনলাইন ডেস্কঃ বাংলাদেশে জৈব জ্বালানি উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি গবেষণা বাড়ানো সম্ভব হলে আগামীতে বাংলাদেশের জ্বালানি সমস্যার সমাধান দিতে পারে এটি।

সম্প্রতি ‌বাংলাদেশ এনার্জি সোসাইটির (বিইএস) আয়োজনে ‘বাংলাদেশে জৈব জ্বালানির সম্ভাবনা’ বিষয়ক এক ভার্চুয়াল ওয়েবিনারে এসব কথা বলেন আলোচকরা। বিইএসের ওয়েবিনারে অংশগ্রহণকারীরা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলা করতে জৈব জ্বালানির ব্যবহার বৃদ্ধি, উপকারিতা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। তিনি বলেন, ‘আমি সর্বদাই গবেষণাকে সমর্থন করি। কারণ এর মাধ্যমেই একটি জাতি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। গবেষণার মাধ্যমে এরই মধ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় ব্যাপক হারে জৈব জ্বালানি ব্যবহার হচ্ছে। তার সুফলও আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি, বাংলাদেশে ওয়েস্টেজ বলে কিছু নেই। কারণ প্রায় সব ওয়েস্টেজেরই ব্যবহার আছে এবং সব বর্জ্য-আবর্জনাই কোনো না কোনোভাবে পুনর্ব্যবহৃত হচ্ছে।’

ওয়েবিনারে বিইএসের সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কওনিশ কীর্তনিয়া।

তিনি বলেন, ‘ট্রাকিং, শিপিং এবং এভিয়েশনের মতো হার্ড টু অ্যাবেট সেক্টরগুলোর জন্য লো-কার্বন সলিউশন প্রদানের মাধ্যমে যানবাহনকে ডি-কার্বনাইজ করার ক্ষেত্রে জৈব জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আখ, ভুট্টা ও সয়াবিনের মতো কমন ফিডস্টক ব্যবহার করে বেশির ভাগ জৈব জ্বালানি উৎপাদিত হচ্ছে। এ প্রক্রিয়া উন্নত করতে হবে। জৈব জ্বালানি ব্যবহারের নিয়ম, গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

সেমিনারে জার্মানভিত্তিক সংস্থা জিআইজেডের সাবেক সিনিয়র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মুস্তাফিজুর রহমান, বিপিডিবির সিস্টেম প্ল্যানিংয়ের পরিচালক ইঞ্জিনিয়ার জোরিফা খাতুন, সিকেএন ফিডস লিমিটেডের উপদেষ্টা ও বায়োগ্যাস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শাহেদ ইসরায়েল খান এবং বিইএসের কাউন্সিল মেম্বার ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ইজাজ হোসেন উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্য রাখেন বিইএসের সহসভাপতি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান মনোয়ার ইসলাম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (ইজিসিবি) ম্যানেজিং ডিরেক্টর এবং বিইএসের কাউন্সিল মেম্বার মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এতে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: সংগৃহীত


Related posts

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে

Chatgarsangbad.net

আবারও হাসপাতালে খালেদা জিয়া

Chatgarsangbad.net

চট্টগ্রামে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস

Chatgarsangbad.net

Leave a Comment