অনলাইন ডেস্কঃ নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আলোচনা করতে ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে ১ নভেম্বর। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সে লক্ষ্য নিয়ে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। সম্প্রতি তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে ইসি।
ইসির সচিব মো. জাহাংগীর আলম এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে নির্বাচন আয়োজনে কোনও প্রতিবন্ধকতা নেই।’
সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কমিশনকে অবহিত করতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে রাখছে ইসি।
সচিব জানিয়েছেন, ‘ইসির কাছে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনের পরিকল্পনা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সচিব জাহাংগীর।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply