চট্টগ্রামবাংলাদেশ

বোয়ালখালীতে এক যুবকের মরদেহ উদ্ধার


প্রভাস চক্রবত্তী, বোয়ালখালী: চট্টগ্রাম বোয়ালখালীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম মো. সোলাইমান (২৮)। সে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারিক সুত্রে জানা গেছে, সোলাইমান এলাকায় ঘুরে ঘুরে পুরোনো জিনিসপত্র কিনে সংগ্রহ করে এবং তা ভাঙ্গারির দোকানে বিক্রি করে পরিবার চালাতো। সোমবার (২ জানুয়ারি) সকালে বের হয়ে দুপুরে ভাত খেয়ে রাত্রে আর বাসায় ফিরেনি সে।

এব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক চাটগাঁর সংবাদকে জানান, ‘আমরা খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করছি। তার গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমানের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটি পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমিতে জমে থাকা পানিতে সে ডুবে যাওয়ায় আর উঠতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


Related posts

রাঙ্গুনিয়ায় চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স এর দূর্ঘটনা জনিত প্রবাসীকে চিকিৎসা চেক প্রদান

Chatgarsangbad.net

উখিয়ার হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে পুজো উৎসবে উপহার পেলো পুজার্থীরা

Md Maruf

চট্টগ্রাম থেকে পাকিস্তান সিরিকোট শরীফের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন গাউসিয়া কমিটির একটি টিম

Saddam Hossain

Leave a Comment