‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন…)। আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর স্কয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু গণমাধ্যমকে জানান, অনিতা চৌধুরী বার্ধক্যজনিত শারীরিক অসুস্থ্যতার কারণে মারা গেছেন। ‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত অনিতা চৌধুরীর বয়স হয়েছিল ৯০ বছর। অনিতা চৌধুরীর মৃত্যুতে শোকাহত স্কয়ার পরিবার।

অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রতœা পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।


Related posts

`দেশে খাদ্য নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না’

Chatgarsangbad.net

অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে: অলি

Chatgarsangbad.net

চন্দনাইশে যুবদের জন্য জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা

Chatgarsangbad.net

Leave a Comment