শিহাব উদ্দিন শিবলু, মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ডেঙ্গু রোগের সাথে পাঞ্জা লড়তে লড়তে অকালমৃত্যু হলো নাজমা আক্তারের (২৬)। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন তের দিন বয়সের কন্যা আরিশা জান্নাত ও পাঁচ বছর বয়সী পুত্রসন্তান মো. আনাছকে।
নাজমা মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বাড়িয়াখালী গ্রামের আহম্মদ আলী বাড়ির রেজাউল করিমের স্ত্রী।
এলাকার বাসিন্দা ও প্রতিবেশি মো. রেজাউল করিম চৌধুরী জানান, ‘১৩ দিন পূর্বে নাজমা স্বাভাবিক ডেলিভারিতে একটি মেয়ে সন্তান জন্ম দেন। এর ৪-৫দিন পর তার জ্বর ও শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হয়। এরপর প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি না দেখে পরবর্তিতে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চমেকে দুএকদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে আগ্রবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন না গড়াতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
নাজমার এই প্রতিবেশি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে আরও বলেন, ‘ছোট্ট ছোট্ট দুটি অবুজ বাচ্চার জন্য খুব খারাপ লাগছে।’
Leave a Reply