Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালী-লোহাগাড়া উপজেলায় চলছে ভোটগ্রহণ


অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের দুই উপজেলা বাঁশখালী ও লোহাগাড়ায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে দুই উপজেলায় মোট ২২ জন প্রার্থীকে ভোটাধিকার প্রদান করবেন ৬ লাখ ৩ হাজার ৪১৫ জন ভোটার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার ১৮৬টি ভোটকেন্দ্রের ১৪৩৭টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।
এর মধ্যে বাঁশখালী উপজেলায় ১১৫টি কেন্দ্রে ৮৫৬টি বুথ ও লোহাগাড়া উপজেলায় ৭১টি কেন্দ্রে ৫৮১টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

বাঁশখালীতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩২১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৮১ জন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ৪জন।

অন্যদিকে লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণের জন্য ২২ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি ৬ প্লাটুন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানান।


Related posts

শেখ কামালের জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’

Chatgarsangbad.net

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে দোহাজারী হাইওয়ে থানার জনসচেতনতামূলক মাইকিং

Chatgarsangbad.net

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপিত

Chatgarsangbad.net

Leave a Comment