আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শেখ কামালের জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’


পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের হত্যার প্রতিবাদের ঘটনা নিয়ে সহিদ রাহমান লিখেছেন ‘মহামানবের দেশে’। সেখান থেকে এরই মধ্যে বেশ কিছু কাহিনীচিত্র নির্মাণ করেছেন তিনি। সর্বশেষ তিনি কাজ করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে। এবার তিনি হাত দিয়েছেন শেখ কামালকে নিয়ে কাহিনীচিত্র নির্মাণে। শেখ কামালের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হবে এই ‘ক্যাপ্টেন কামাল’ কাহিনীচিত্রে।

সহিদ রহমানের গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দায় আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি। ৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ। ‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন। নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ভুল সমালোচনা ও ভুল উপস্থাপনার শিকার শেখ কামাল। তাকে নিয়ে আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। তাহলে স্বাধীনতাবিরোধীদের ভুল উপস্থাপনার জবাব দেওয়া যেত।’

তিনি আরও বলেন, ‘এই কাহিনীচিত্রে আমরা শেখ কামালের শেষ কয়েকটি দিন দেখাব। বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় আগমন উপলক্ষে একজন সাংবাদিকের সঙ্গে তার কথা হয়েছিল। সেই কথোপকথনের মধ্য দিয়ে শেখ কামালের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হবে।’

ঘরোয়া আয়োজনে কাহিনীচিত্রটির চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খানম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআইর পরিচালক মো, ফারুক। আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনীকার সহিদ রহমান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর